Header Ads

রাক্ষুশি


রাক্ষুশি
                      ---- রহিম বাদশা

কেড়ে নিলি অনুভূতি সব,
হৃদয়টাকে নিংড়ে ।
একটু সুখ খুঁজে ফিরি,
সকল কষ্টের ভিড়ে ।

আতকা করে এলি যে তুই,
নিয়ে অনেক খুশি ।
ঘুমের মাঝে জাগিয়ে তুলিশ,
হয়ে যে রাক্ষুশি ।

তুই যে আমার রাক্ষুশি,
আর তুই যে মায়াবতী ।
হঠাৎ করেই খামচে ধরিশ,
আমার কানের লতি ।

নদীর তীরে আবেগ মনে,
আমরা যখন বসে ।
ঠান্ডা জলে নামিয়ে দিলি,
ধাক্কা মেরে কষে ।

খিলখিলিয়ে হেসে উঠলি,
আমায় ভিজতে দেখে ।
দৌড়ে এসে জাপটে ধরে,
উষ্ণ পরশ দিলি মেখে ।

আঁধার রাতে জোছনা মেখে,
করছি যখন স্নান।
কাধের কোলে মাথা রেখে,
ভরিয়ে দিলি প্রাণ।

রাক্ষুশি তুই খেয়ে নিলি,
সকল অধঃপতন।
ভালোবেসে হয়ে যা না তুই,
একটুশ আমার মতন।

হিয়ার মাঝে যে সুর বাজে,
রাক্ষুশিকে নিয়ে।
হৃদ-পিন্জরে আঘাত হানে,
তোমায় বুঝতে গিয়ে।

তুই যে আমার রাক্ষুশি,
আর তুই যে সকল খুশি।
তাই তো তোকে হৃদয় দিয়ে,
এতো ভালোবাসি।

December 25, 2014 at 11:02 PM

No comments

Theme images by borchee. Powered by Blogger.