Header Ads

যোদ্ধা


যোদ্ধা
                       ----রহিম বাদশা

যখন তুমি সরল হয়ে
বেজায় ভালো হবে,
তখন সবাই মুখ কেলিয়ে
দু'হাত পেতে রবে ।

দু'হাত দিয়ে সুখ গুলো সব
নিংড়ে হরণ করে,
তোমায় দিবে বিষের আচঁর
হাসি মুখো করে ।

হাসি দেখে খুব গোপনে
কাদঁবে একা একা,
সবার সুখেই সুখী তুমি
নয়ন জলে ঢাকা ।

জানবে না কেউ দেখবে না কেউ
তোমার অশ্রু জলের রং
সেই জলে তে রং মিশিয়ে
সাজবে সবাই সং ।

বুক ফাটিয়ে কাদঁবে যখন
একা বদ্ধ ঘরে,
ভয়ের মুখে কেউ যাবে না
কালো অন্ধকারে ।

হৃদয় দিয়ে ভালোবাসা
অনেক বড় সুখের,
সব হারিয়ে নিঃস্ব হলেও
হার হয়ে যায় দুঃখের ।

তাই বলে কি নিঃস্ব হবে
অল্প সুখের কাছে ?
তাদের জন্যেও কিছু রেখো
যারা তোমার জন্যে বাঁচে ।

সব দিও না নিংড়ে তুমি
হয়ো নাকো শূন্য,
নতুন করে স্বপ্ন দেখো
আবার বাঁচার জন্য ।

বাঁচবে তুমি হাসবে আবার
যাবে কেন হেরে ?
সুখ গুলোকে নিজের করে
নিবে দু'হাত ভরে ।

সাহস গুলো জমিয়ে সব
মনে দূর্গ গড়ো,
জয় ছিনিয়ে হাসবে তুমি
যোদ্ধা তুমি বড়ো ।

August 04, 2019 at 04:00 AM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.