Header Ads

প্রশান্তি চাই


প্রশান্তি চাই
                         --- রহিম বাদশা


আমি একটু প্রশান্তি চাই,
১৭ কোটি মাইল অতিক্রম করে।
নদী, মরূ, পর্বত মাড়িয়ে,
আমি শ্বাস নিতে চাই মন ভরে ।

সমাজের দগ্ধ বারুদ আর,
শ্বাস রূদ্ধকর বিষাক্ত ধোঁয়া।
সমুদ্র স্নান করে পুত-পবিত্র হয়ে,
পেতে চাই আমি একটু শান্তির ছোঁয়া।

হাহাকার,দেহ পোড়া ঝাঁঝালো গন্ধ,
পড়ে থাকা বিবস্ত্র দেহ, লাঞ্ছনা, নিপীড়িতা।
সব ফেলে চাই কালো চাঁদরে মোড়ানো ঘরে,
চাই এক গুচ্ছ আলোর বারতা।

অবিরাম হাহাকার দূরে ঠেলে,
শত ঝড়ঝঞ্ঝা করে উপেক্ষা।
ক্লান্ত-শ্রান্ত বিক্ষুব্ধ মনে,
কেবলই করি প্রশান্তির অপেক্ষা।

আমি নুইয়ে দিব শতবর্ষী বট,
কিংবা উজার করে দিব মহা অরণ্য।
নয়তো বালুময় চরকে সমুদ্র বানাবো,
শুধু একটু প্রশান্তির জন্য।

আমি গৃহ ছাড়িয়ে অদূরে হারাবো,
মুসাফির কিংবা পথিক হয়ে।
জলধারার স্রোতের সাথে সাথে,
মিলিয়ে যাবো অকূলে বয়ে।

আমি প্রশান্তি চাই প্রশান্তি নাই,
চিৎকার করে রাজপথে যাবো।
তবু না পেলে অগচরে সবার,
চির নিদ্রায় নিশ্চয়ই হারাবো।

August 08, 2020 at 02:00 AM
-- নোট :--
® Rahim Badshah™ম
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.