Header Ads

অবেলায়


অবেলায়
                      ---- রহিম বাদশা 

অবেলায় এলে তুমি ফিরে,
এখন আর কিই বা সময় বাকি ?
স্রোতের বিপরীতে ঠেলে দিয়েছ সকল সময়,
দুরত্ব এখন কেবলই লগ্নময় ।


অবজ্ঞা আর অবহেলায়
আমি মরূর পথের তৃষ্ণার্ত এক পথিক,
আমি অকাতরে কাতরে-কাতরে,
আজ আমি ধূসর গোধূলি তীরে ।

সমুদ্রের জল ছুঁই ছুঁই করেও
যেন মরূর চোরাবালির চোরা গহ্বরে
তলিয়ে যাচ্ছি, তবুও যেন নিষ্ঠুর সমুদ্রের,
উপহাসের এক বিরাট জোয়ার ।

সমুদ্রের শৈবাল, শামুক বা ঝিনুক
সবটুকু দিয়ে নিস্ব হয়ে বিলীন হয় নোনা জলে,
কিংবা নাবিকের দূর্বীণের সীমা ছাড়িয়ে গেল,
সেই সোনাদীয়া দ্বীপ ।

আজ আর ঠিকানায় চিঠি আসবে না,
গাড়িয়াল যেন বারবার ধৈর্য নিয়ে ফিরে যাচ্ছে, 
ঠিকানা বদলায় নি, কিন্তু .... 
না থাক, অবেলায় কি আর সূচনা হয় ?

তীব্র এক দমকা হাওয়া এসে
সব হারিয়ে নিয়ে চলে গেল অজানায় ।
তাতে কি আসে যায় ?
হয়তো স্বপ্নে আসবো চলে,
আবার কোন এক অবেলায় ।।

March 24, 2020 at 11:30 PM

-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.