Header Ads

কথোপকথন ৩


কথোপকথন - ৩
                --- রহিম বাদশা

- এতরাত করে বাড়ি ফিরলে যে, উপেন্দ্র ? বাইরে থেকে গেলেই তো পারতে ।

- - হ্যাঁ, পারলে তো থেকেই যেতাম । প্রতিদিন বাড়ি এসেই যদি এত প্রশ্নের সম্মুখীন হতে হয়, তার চেয়ে বাড়ির বাইরেটাই কি ভালো নয় ?

- ওহ্ তাই নাকি ? এখন তো বাহির ভালো লাগবেই । বলি, নতুন যে জুটেছে এখন কি ও থাকার পারমিশনও দিয়েছে নাকি ?

- - দিলে তো বেঁচেই যেতাম । অন্তত বাড়ি ফিড়ে শান্তিতে ঘুমোতে তো পারতাম ।

- কি ? কি বললে তুমি ? কি বিরবির করছো ?

- - কই আমি কিছু বলিনি তো ।

- আমি শুনেছি তুমি বাঁচার কথা কি জানি বললে ।

- - না বলেছি যে দেখো জয়ন্তী, সারাদিন অফিস থেকে বাসায় আসার পর প্রতিদিন এমন করো । আমি তো ওখানে চাকরি করি । এক রকমের চাকর । সেখানে তো আমার বা তোমার ইচ্ছেতে তাদের কিছু আসে যায় না ।

- হ্যাঁ, আমি কি বুঝি না মনে করেছ ? অফিসে নুতন মেয়ে এসেছে । এখন তো বাড়ি ফিরতে মনই চাইবে না ।

- - জয়ন্তী, তুমি আবার শুরু করেছ । কতবার বলবো । ও আমার শুধুই কলিগ । আর অফিসের বাইরে ওর সাথে আমার অন্য 
 কোন সম্পর্ক নেই । আমি ওকে ছোট বোনের মতো স্নেহ করি । আর সেও আমাকে দাদা বলে । এক সাথে কাজ করি। যতোটুকু সম্মান বজায় রেখে চলা যায় সেভাবেই চলি । তুমি মিছেমিছি এত বাড়িয়ে বলো । আর এতো চিন্তে করো । সারাদিন কাজ করে তোমার কাছে ফিরে আসার পর যদি তুমি অমন করো, তবে আমার কেমন লাগে তা কি তুমি ভেবেছো ?

- হ্যাঁ, আমি সব ভেবেছি । আমি কালই বাপের বাড়ি চলে যাব । তারপর তুমি তাকে বাসায় নিয়ে এসে থেকো ।

- - দূরঃ, থাকবোই না আর বাসায় । আমিই চলে যাচ্ছি । তোমার ঘর ছেড়ে তুমি কেন যাবে । আমি চলে যাচ্ছি । রাস্তায় রাস্তায় ভবঘুরে হয়ে থাকবো ।
.
.
কি হয়েছে ছাড়ো । এখন আবার জড়িয়ে ধরলে কেন ?

- কেন মানে ? আমাকে ছেড়ে তার সাথে থাকতে ইচ্ছে হচ্ছে বুঝি ?

- - আবার ??

- হাত-মুখ ধুঁয়ে আসো । এক সাথে খাবো ।

- - যাও ভাত বাড়ো ।
.
.
শোন, আজ কিন্তু এক প্লেটেই বাড়বে । তুমি খাইয়ে দেবে । আর আমি খাবো ।

- ইশ্ । সাহেবের আজ ঢং বেড়েছে ।

- - হ্যাঁ বেড়েছে । তাতে তোমার কী ? আমার বৌয়ের হাতে আমি খাবো ।

- আসেন দিচ্ছি । ছোট্ট খোকা । বুড়ো বয়সে ভীমরতি ধরেছে ।

- - আমি যে বুড়ো হতে চাই না। আমি থাকবো চির যুবা । চির প্রেমিক । শুধু তোমার হয়ে........


March 25, 2020 at 12:10 AM
-- নোট :--
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 

No comments

Theme images by borchee. Powered by Blogger.