রাক্ষুশি ২
রাক্ষুশি ২
---- রহিম বাদশা
তুই যে আমার স্বপ্ন কথা,
জোছনা মাখা চাঁদ ।
তুই যে আমার ভোরের শিশির,
হাজার তাঁরার রাত ।
তুই যে আমার মায়াবতী,
অপ্সরীও তুই ।
তুই যে আমার সুখের নেশা,
মন করে ছুই ছুই ।
তোকে ভেবে সব ভাবনা,
রঙিন স্বপ্ন গাঁথা ।
তুই যে আমার হাঁড় কাঁপানো,
শীতের উষ্ণ কাঁথা ।
তুই যে আমার চোখের মায়া,
হৃদ পিন্জিরার খুশি ।
তুই যে আমার সব পৃথিবীর,
একটাই রাক্ষুশি ।
হার মানে যে চাঁদের আলো,
রাক্ষুশি তোর চোখে ।
সব মায়াযে জড়িয়ে আছে,
তোর ঐ নিষ্পাপ মুখে ।
রাক্ষুশি তোর চুলের কালোয়,
ম্লান হবে যে মেঘ ।
জুড়ে আছিস হৃদয়টার,
সবটুকু আবেগ ।
রাক্ষুশি তোর বাঁকা ঠোঁটের,
একটু মিষ্টি হাসি ।
মুছে যে দেয় সব পৃথিবীর,
কষ্ট রাশি রাশি ।
আমার প্রতি বিশ্বাসটুকু তোর,
যত্ন করেই রাখিস ।
সারা জীবন ভালোবেসে,
আমার পাশেই থাকিস ।
রাক্ষুশি তোর জীবনটা চাই,
মরণটাকে নয় ।
চাইনা তোকে হারাতে যে তাই,
লাগে অনেক ভয় ।
রাক্ষুশি তুই আমায় ছেড়ে,
হারিয়ে যাস না দূরে ।
একলা ফেলে আমায় গেলে,
যাবো হয়তো মরে ।
রাক্ষুশি তোর বাহুডোরে,
বেঁধে রাখিস আমায় ।
সত্যি বলছি হৃদয় দিয়ে,
ভালোবাসি তোমায় ।
June 23, 2015 at 4:37 PM
No comments