Header Ads

তুমি চেয়েছিলে


তুমি চেয়েছিলে
----রহিম বাদশা

তুমি আকাশ চেয়েছিলে,
আমি দেই নি তোমায়,
দিয়েছিলাম এক বিশাল সমুদ্র ।

তুমি বাতায়নের পাশে-
অরণ্যের সবুজ সিংহাসন চেয়েছিলে,
আমি দেই নি তোমায় ।
দিয়েছিলাম এক জীবন্ত শৈবাল,
যেখানে পা ভিজিয়ে তুমি,
সমুদ্রের জলে আকাশ দেখবে ।

তুমি আকাশ থেকে খসে পড়া
তাঁরা চেয়েছিলে,
আমি দেই নি তোমায় ।
দিয়েছিলাম আলকাতরা মাখা রাতে,
তোমার মতো উজ্জ্বল এক চাঁদ ।

তুমি পাহাড় চেয়েছিলে-
হিম মেঘালয় ছুঁবে বলে,
আমি দেই নি তোমায় ।
দিয়েছি আমার বুকের পাঁজর,
যেখানে থেকে তুমি ছুঁতে পারবে,
আমার চোখের উষ্ণ জল ।

তুমি শঙ্খচুড়ি চেয়েছিলে,
আমি দেই নি তোমায় ।
দিয়েছিলাম প্রজাপতি বসা,
সবুজ ঘাসের পাকানো বেড়ি ।

তুমি জোছনার আলো -
জড়াতে চেয়েছিলে তোমার গাঁয়,
আমি দেই নি তোমায়,
দিয়েছি জড়িয়ে লাল বেনারসীতে ।

তুমি সোনালী তাজ পরতে চেয়েছিলে মাথায়,
আমি দেই নি তোমায় ।
দিয়েছি তোমার মাথায় পরিয়ে,
রক্তিম এক চিমটি সিঁদুর ।

13 Nov, 2015 at 12:48 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.