Header Ads

মেঘলাবতী


মেঘলাবতী
 ----রহিম বাদশা

হাসলে মুখে মুক্ত ঝরে,
কাঁদলে ঝরে বন্যা ।
রাগলে মুখে মেঘ জমে যায়,
হয়ে মেঘলাবতী কন্যা ।

পাগলা হাওয়ায় চুল দুলে যায়,
হাওয়ায় খুশির মেলা ।
সেই খুশিতে কাটছে ভালো,
তোমায় নিয়ে সারা বেলা ।

তুমি যখন হঠাৎ করেই,
চুপ মেরে যাও বসে ।
মনের খুশি মুখের হাসি,
সব চলে যায় ভেসে ।

তোমার মুখে খিলখিলিয়ে,
হাসতে যখন দেখি ।
কষ্ট আমার সব চলে যায়,
হাসিতে তোমার জাদু আছে নাকি ?

হাজার লোকের ভিড়ে আমায়,
তোমার দুচোখ যখন খোঁজে ।
কত্ত ভালোবাসো আমায়,
হৃদয় তখন বোঝে ।

January 23, 2016 at 11:43 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.