ব্যর্থ নাবিক
ব্যর্থ নাবিক----রহিম বাদশাশৈশব থেকেই নাবিক হবার ইচ্ছে ছিলবিশাল এক সমুদ্র, যার বুক জুড়ে কেবল ক্রোধ,গর্জনে মাটি থেক পাহাড় কাপিয়ে তোলেদমকা হাওয়ায় সব করে দেয় বেগতিক,সেই সমুদ্রের নাবিক হতে চেয়েছিলাম ।কিছু কাল পরে সুযোগ এসে গেলরাজপুত্র হলাম সমুদ্র রাজার,হ্যাঁ, শেষমেশ আমি নাবিক হলাম ।আগে জাহাজকেও খুব বিশাল মনে হতোআর এখন সমুদ্রের বুকে এসে দেখলামসমুদ্রের তুলনায় জাহাজ বড়ই ক্ষুদ্র ।আমি সমুদ্রে জাহাজ ভাসালামলক্ষ্য বহুদূর, অচিনপুরের দেশ ।আমি বাণিজ্য করবো, বণিক হবো,জাহাজের ডেক ভরে ফেলবো সোনা-রূপা-চান্দিতে ।ফিরে যাবো মায়ের কোলে,আসার সময় মা বলেছে-ফিরে আসলে ঘরে বৌ এনে দেবে,আমি বাণিজ্য করে ঘরে ফিরবনতুন সংসার হবে,সমুদ্রের বুকে আসবে নতুন যুবরাজ ।কিন্তু তা কী আর অত সোজা,হুংকার করে উঠলো সমুদ্র ।ফুলে ফেপে উঠলো সমুদ্রের জলআমি ছিটকে পড়লাম জনশূন্য দ্বীপে,অবশেষে শূন্য হাতে ফিরে এলাম আপন ঠিকানায়।স্বপ্ন ছিল নাবিক হবারএখন হাল ছাড়লে কী আর সাঝে ?স্বপ্ন গুলো যে বংশ বিস্তার করেছে ।আবার রওনা হলাম,আমি এক সফল নাবিক হয়েই ফিরবো ।সেবারের মতো এবার হয় নি,জাহাজের ডেক ভর্তিসোনা-চান্দি-রূপা আরও কত কি !কিন্তু বিধি বাম-সারা সমুদ্র জুড়ে অন্ধ দৈত্যের বিচরণ,লন্ডভন্ড করে দিল মাস্তুল,সোনা-রূপা-চান্দি সব রাজার কোষাগারে,রাজার হস্তির পদ পিষ্ট হয়ে আমি অতল গহ্বরে,সমুদ্রের বুক জুড়ে হলো আমার শেষ সমাধী,এক ব্যর্থ নাবিক তার নাবিকত্ব হারালো ।22 July 2020 at 03:55 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments