সেই পুরোনো তোমাকে চাই
সেই পুরোনো তোমাকে চাই
----রহিম বাদশা
সেই পুরোনো তোমাকে চাই,
যে ছিল ভোরের কুয়াশার মতো স্নিগ্ধ ।
প্রথম সকালের কিরণের মতো উদ্যম,
শিশির ভেজা ঘাসের মতো মোলায়েম,
মন ছিল ফুটন্ত ফুলের মতো শুভ্র ।
সেই পুরোনো তোমাকে চাই,
যার অধর চুইয়ে পড়া ঘামে ছিল মিষ্টি আভা ।
তপ্ত রোদেও যে ভালোবেসে ছুঁয়ে দিলে,
তৃপ্ততায় শরীর প্রশান্তিতে হিম হয়ে যেত,
যার মিষ্ট কথায় সকল ক্লান্তি পালিয়ে যেত।
সেই পুরোনো তোমাকে চাই,
যে কিনা রাগে গাল ফুলিয়ে-
মুখ ঘুরিয়ে বসে থাকতো ।
সামনে না এসে দরজার ওপাশ থেকে
মুখ লুকিয়ে কথা বলতো,
প্রচন্ড রাগে মুখ হয়ে যেত লঙ্কার মতো লাল,
তবুও সে কথার তীব্রতায় আমাকে কাঁদাতো না ।
সেই পুরোনো তোমাকে চাই,
যে কিনা অপেক্ষা করতে জানতো ।
সারাদিনের ঝরে পড়া ঘামার্ত মুখ-
আচলে মুছে দিত ভালোবাসার ছোঁয়ায়,
হাজার লোকারণ্যের ভিড়েও খুঁজে নিত আমায়,
আমার চিন্তায় যার কপালে ভাঁজ পড়ে যেত ।
সেই পুরোনো তোমাকে চাই,
যে কিনা একটু চোখের আড়াল হলেই,
সারা পাড়া মাথায় তুলে ফেলতো ।
একটু খানি আঘাতে ঢুকরে ঢুকরে কেঁদে উঠতো,
যে কিনা রাত জাগতো শুধু আমায় ভাবার জন্যে,
আর ঘুম ভেঙ্গেই পায়চারি করতো আমার সন্ধানে ।
সেই পুরোনো তোমাকে চাই,
যার একটা দিন কাটতো না আমাকে ছাড়া,
একদিন কথা না হলে যার নিঃশ্বাস আটকে যেত ।
নিজেকে শূন্য লাগতো যার আমাকে ছাড়া,
আমিহীন যার অস্তিত্বই বিলীন হয়ে যেত ।
সেই পুরোনো তোমাকে চাই,
যে কিনা তোমাকে চাই-তোমাকে চাই
বলে মুখে ফেনা তুলে ফেলতো ।
হারিয়ে যাওয়ার ভয়ে আঁচলে বেঁধে রাখতো,
অন্য নারী দর্শনে ছিল যার ১৪৪ ধারা জারি,
অস্তিত্ব রক্ষায় ছিল যার কড়া পাহারা ।
সেই পুরোনো তোমাকে চাই,
যে কিনা কথায় কথায় ঝগড়ার হাট বসাতো না,
কারণে অকারণে সন্দেহের বীজ বুনতো না,
অভিমানের দুরত্বে দীর্ঘ মহাসড়ক গড়তো না ।
যার মনের সমস্ত তাক ভরা ছিল শুধু আস্থা আর বিশ্বাস,
যার পরতে-পরতে ছিল শুধুই ভালোবাসা,
সেই পুরোনো তোমাকেই চাই ।
26 July 2020 at 03:00 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments