অস্তিত্বের দাবি
অস্তিত্বের দাবি
----রহিম বাদশা
চাইলেই হয়তো অনেক কিছু বলতে পারতাম
অনেক গুলো কথা শোনাতে পারতাম,
কিন্তু কিছুই বলিনি আমি ।
শুধুই নীরবে তোর অকট্য কথার
তীর গুলো বুক পেতে নিয়েছি ।
তোর কথার আঘাতে সেদিন আমি
বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম ।
আমার সমস্ত ইন্দ্রিয় যেন সাড়হীন হয়ে,
নিস্তেজ অবরুদ্ধ হয়ে গিয়েছিল,
আকাশ থেকে খসে পড়া নক্ষত্রের মতো
আমিও যেন ধুপ করে পড়ে গেলাম ।
তপ্ত কড়কড়ে দহনে পোড়া পাঁজরের উপর
কত সহজেই তুই বুলডোজার চালিয়ে,
পাঁজরটা ভেঙ্গে চুরমার করে দিলি ,
আমি চাইলেই বাঁধা দিতে পারতাম ।
কিন্তু দেইনি....
আমি কেবল চেয়ে চেয়ে দেখলাম
যে পাঁজর জুড়ে কেবল তোরই নাম লিখা,
যে পাঁজরের পরতে-পরতে শুধুই তোর গন্ধ,
যে পাঁজর ছুঁয়ে তুই নাকি তোর পৃথিবী পেতি,
কত সহজেই তুই সে পাঁজর ভেঙ্গে দিলি,
একটু চাইলেই তা আগলে রাখতে পারতি ।
দোষী যদি আমিই হতাম,
আমায় না হয় দু'ঘা বসিয়ে দিতি ।
কিন্তু কথার যে জং ধরা চাকুতে
আমার সারা দেহ ক্ষত-বিক্ষত করে দিলি,
তা যে সারা অঙ্গ পচিয়ে দিচ্ছে আমার ।
অপরাধ কী খুব বেশিই ছিল ?
যদি বেশিই হয়,
তবে বাংলাদেশের দণ্ডবিধি ৩০২-ধারায়
"মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে"
আমায় মৃত্যুদণ্ড দিতি ।
এতে হয়তো মৃত্যু নিশ্চিত হতো,
কিন্তু অস্তিত্ব বিলীন হতো না ।
24 July 2020 at 05:00 PM
Copyrights 🚫
©Rahim Badshah™
©Rahim Badshah™
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments