Header Ads

অমন প্রেম চাই না


অমন প্রেম চাই না
----রহিম বাদশা

সামান্য ভুল বোঝবোঝির জন্য 
যে প্রেম ভেঙ্গে যায়,
তাকে কী তোমরা প্রেম বলো ?
যদি তা প্রেমই হয়ে থাকে ,
তবে সে প্রেম আমি চাই না ।

যে প্রেমে শুনতে হয়-
আমাকে ছাড়া তো বেশ আছো,
তবে আমাকে ছাড়াই থাকো,
যাকে নিয়ে ভালো আছো ।
এও কী কোন প্রেমিক-প্রেমিকার 
কথা হতে পারে ?
তবে সে সম্পর্কে প্রেম ছিল কোথায়?
এমন প্রেম আমি চাই না ।

অনেক ভালো থেকো, নিজের যত্ন নিও,
আমার চেয়ে ভালো একজন খুঁজে পাবা-
বলে চলে যাওয়া মানুষ গুলোর কাছে
প্রেমের সংঙ্গা কী ?
মাঝ পথে হাত ছেড়ে চলে যাওয়ার
নামই যদি প্রেম হয়,
তবে সে প্রেম আমি চাই না ।

প্রেম মানে তো আর দেহ ভক্ষণ নয়
বরং দুটি মনের রক্ষণা-বেক্ষণ,
কিন্তু সে মনে যদি কেবল 
সুচঁ খুচিয় জখমই করা হয়,
তবে সে প্রেম আমি চাই না ।

আমায় তো ভুলেও মনে পড়ে না,
বলা মানুষটাও যদি ভুলেও মনে না করে
তবে তার মধ্যেই বা প্রেম কোথায় ?
নির্ঘুম রাত কাটানোর পরেও,
প্রিয় মানুষটির কাছে যদি 
নাই ফিরে যাওয়া যায়,
তবে তার মধ্যে প্রেম কোথায় ?

প্রেমের ওজনের চেয়ে 
যদি রাগের ওজন বেশি হয়,
আর সে রাগে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়,
তাহলে ওজনহীন প্রেম বিলীন হয়ে
হারিয়ে যায় মাটির অতলে,
অমন ওজনহীন প্রেম আমি চাই না ।

প্রেমের সুতোয় যে ঘর না বেঁধে মরে যেতে চায়,
প্রেমের গলায় দড়ি দিয়ে মুক্তি পেতে চায়,
খুব সহজেই সম্পর্কের ইতি টেনে ফেলে
আজীবন কষ্টের সাগরে ডুবিয়ে যেতে চায়,
সে কী সত্যিই প্রেম করেছিল ?
নাকি শুধুই প্রেমে পড়েছিল ?

আমি চাই না তোমাদের অমন প্রেম
প্রেমহীন জীবনই না হয় কাটূক,
তাতে আর মন্দ কী !
 
23 July 2020 at 01:15 AM
 Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.