Header Ads

পাহাড় কন্যা


পাহাড় কন্যা
----রহিম বাদশা 

সমুদ্রে জোয়ার এসেছে
উতলে উঠছে লোনা জল
কিছু ঝিনুক-শামুক ছুড়ে ফেলছে সৈকতে
ঝিনুক শামুক কুড়াতে গিয়ে জলের ধাক্কায়
মুখ থুবড়ে পড়লাম বালির কোলে ।

বালি আমায় আকড়ে ধরলো
কিন্তু নির্জীব কোলে কী আর প্রাণ বাঁচে ?
আমি ছুটে পালালাম, ছুটছি, ছুটছি
ছুটে পৌঁছে গেলাম অরণ্যের মাঝে 
সেথায় দেখা মিলল বিশাল তরুলতার ।

শুনেছি তরুলতার নিজ স্বার্থ থাকে না,
তারই পদস্থলে হলো ঠাঁই ।
হঠাৎই কী এক কান্ড,
তরুর সমস্ত শিকড় দিয়ে 
আষ্ঠেপিষ্ঠে ধরলো আমায়,
আমায় নাকি সে বৃক্ষের রূপ দেবে,
আমি ভয়ে দাঁতে শিকড় কামড়ে ছুটে পালালাম,
আমি ছুটছি, ছুটছি, ছুটছি ।

পৌঁছে গেলাম লোকালয়ে
এদের নাকি মাজং (আদিবাসী) বলে ।
একটু আশ্রয়ের খোঁজে তাদের দ্বারস্থ হলাম,
আমায় নিয়ে সে কী আনন্দ তাদের ।
সারা সন্ধ্যে ধরে যেন উৎসব হলো,
রাতের শেষে বোধ হলো এ আয়োজন
আমার তরে নয়, আমায় ভক্ষণের তরে,
আবার পালিয়ে ছুটছি, ছুটছি, ছুটছি ।

চলে আসলাম ইট-পাথরের শহরে,
এ শহর সহজেই লুফে নিল আমায় ।
দেখা হলো এক রূপসী তরুণীর সাথে,
ভালোবাসার নাম করে 
কাছেও টেনে নিল খুব করে ।
সে ভালোবাসায় যেন 
সমুদ্রের জোয়ার থেমে যায়,
নির্জীব বালু প্রাণ পায়, তরু হয় উদার ।

দিন শেষে বোধগম্য হলো,
আমি যেন এক সার্কাসে 
খেলা দেখানো জানোয়ার,
ভালোবাসার নাম করে 
গলায় ঘন্টা ঝুলিয়ে দিয়েছে,
গলায় দড়ি পড়িয়ে হাতে ধরে ঘুরে বেড়াচ্ছে ।

তরুণীর কোন মায়া জন্মেনি আমার জন্য,
আমি ভালোবাসার নাম পেয়েছি,
মায়ার রশ্মি স্পর্শও করেনি আমায় ।

তরুণীর মন যেন শহরের 
ইট-পাথরের মতোই শক্ত,
শরীর-মন-হৃদয় সবই যেন পাথরের,
তরুণীও যেন এক পাহাড় কন্যার রূপ,
নরম মাটি পেলেই সে 
পেড়কের মতো বিঁধে যায়,
পাথরের মতো নিষ্কণ্টক আর নির্জীব তার মন ।

22 July 2020 at 01:45 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.