Header Ads

হৃদযন্ত্র


হৃদযন্ত্র
----রহিম বাদশা

কিরে কেমন আছিশ ?
বেশ ভালোই তো আছিশ,
ভাবনাহীন দিব্যি ঘুড়ে বেড়াচ্ছিশ ।
ঠিক এমনই ভাবছে চারপাশের সবাই ।

কিন্তু মনের ভেতরের খোঁজ কেউ রাখেনি,
কেউ জানে না হৃদয়ের অসুখের কথা ।
সবাই জানে আমি রাত জাগি,
কেউ সে রাত জাগার কারণ জানতে চায়নি ।

সবাই লোক দেখানো হাসিটাই দেখে,
কিন্তু তার পেছনের বিষন্নতা কেউ বোঝেনি ।
হাসির অভিনয়ে ঢাকা পড়ে যায়,
মনের ভেতরের ভালো না থাকার গল্প ।

দেহের মধ্যে যে হৃদযন্ত্র রয়েছে,
কিছুদিন ধরেই সেখানে যেন,
কেমন অদ্ভুত রকমের শব্দ হয় ।
বহুদিনের পুরোনো কম্পিউটারের মতো,
হঠাৎ হঠাৎই বন্ধ হয়ে যায় ।

মনে হয় বড়সড় কোন ভাইরাস ঢুকেছে,
সার্ভিসিং করে আর কতো চলবে ?
কিংবা পাওয়ার সাপ্লাইটাও চলে যেতে পারে ।
যে চাপ পড়েছিল বেশ ক'দিন,
মাদারবোর্ড টাও জ্বলে যেতে পারে ।

এবারে বোধহয় হৃদযন্ত্রের দফারফা হয়ে যাবে,
মেয়াদ হয়তো এবার শেষই হলো ।
কতই বা আর চলবে বলুন ?
কাঙ্গাল হাটের পুরান কেনা মাল যে ।

ছোট-বড় সকল যন্ত্রাংশই নষ্টের পথে,
যেকোন মুহূর্তেই বন্ধ হতে পারে হৃদযন্ত্র ।
সত্যিই ভেতরটা একদমই ভালো নেই,
শুধু উপরটাই ভালো থাকার ক্যাসিংয়ে মোড়ানো ।

30 July 2020 at 02:10 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.