Header Ads

ঠিকানা বদলে ফেলেছি


ঠিকানা বদলে ফেলেছি
 ---- রহিম বাদশা

হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠেই,
আচমকা ঠিকানা বদলে ফেলবো ।।
সবকিছু ওলটপালট করে দিয়ে,
অচেনা কোন এক শহরে হারিয়ে যাবো ।।

সেই নতুন ঠিকানায় থাকবে না,
পুরনো দিনের সেই কলের গান ।।
কিংবা দুধ চা পছন্দ করা স্বত্বেও,
সন্ধ্যের পর নিয়ম করে-
করতে হবে না আদা-মশলা চা পান ।।

বৃষ্টির ফোঁটা গুলোও আর ধূসর থাকবে না,
নীলসাগরের জলের মতো নিলাক্ত হবে ।।
পূর্ণিমার চাঁদের আলো ঝলসে দেবে গা,
ভোরের কুয়াশায় সারা মুখ মেখে যাবে ।।

জাগবে মনে গুপ্ত কাম-বাসনা,
মনে থাকবে তপ্ত রোদের জন্য হাহাকার ।।
বৈকালিক যৌবনের জোয়ার-ভাটায়,
নতুন রূপে সাজবে চারপাশ সবুজ সমাহার ।।

ঠিকানার সাথে সাথে বদলে যাবে রুচি,
বদলে যাবে একাকী নিঃসঙ্গ কাটানো স্থান ।।
বদলে যাবে নরম মেজাজ সাথে বাড়বে অলসতা,
হয়তো সাথে আরও বেড়ে যাবে নিকোটিনের পরিমাণ ।।

হ্যাঁ, অবশেষে ঠিকানা বদলে ফেলেছি,
হয়তো প্রিয় কোন কাকতাড়ুয়া এসে-
বদলে ফেলা সে ঠিকানার খোঁজ করবে না ।।
তবুও আশা-প্রত্যাশা বদলায় নি এখনো,
ঠিক খুঁজে নিবে আমায়-
আমার বদলে ফেলা ঠিকানা ।।

হঠাৎ ঠিকানা বদলে ফেলা যায়,
কিন্তু প্রিয় স্মৃতি-প্রিয় মানুষ কী বদলানো যায়??
যায় না ! তাই অনেক নতুনের মাঝেও,
রেখে দিলাম সেই পুরোনো প্রিয়-
মনের পুরোনো ঠিকানায় ।।

19 July 2020 at 02:20 AM
Copyrights 🚫
©Rahim Badshah™
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.