Header Ads

শূন্য


শূন্য
   ----রহিম বাদশা

নিজেকে আজকাল অন্য রকম লাগে,
আমি কি সেই আমি, 
নাকি আমার মাঝে অন্য আমি ?
যেন এক শুকনো মরা পাতা,
নয়তো উড়ে আসা এক চিঠি,
যা কিনা শুধুই বেনামি ।

আজকাল নিজেকে খুব শূন্য মনে হয়,
মাসের শেষের চুপসানো পকেটের মতো ।
বোঝা মানুষকে নুইয়ে দেয় যেমনি,
শূন্যতাও তার অতলে আমাকে ডুবিয়ে দিচ্ছে হয়তো ।

সবাই খুব কাছেই ছিল,
একই উঠোন জুড়ে ।
বিষন্নতা যখন বড্ড ভালোবেসে ফেললো,
ধীরে ধীরে সবাই চলে গেল দূরে ।

পোষা একটি পাখি ছিল আমার,
আহার দিতে পারিনি তাকে ।
মুক্ত খাঁচা আর স্বাধীনতা পেয়েও,
যায়নি উড়ে আমার বুকেই থাকে ।

আর কতো দিন থাকবে পাখি
নিয়ে এতো শূন্যতা ?
শোক পেয়েছে শক পেয়েছে,
কি দিয়েছি পূর্ণতা ?

সব শেষে হায় শূন্য আমি,
লক্ষ-হাজার লোকের ভিড়ে ।
অবশেষে পাখি একদিন,
ফিরলো যে তার আপন নীড়ে ।

শূন্য খাঁচা শূন্য আমি,
শূন্য হৃদয়ের অতল ।
অকেজো এক যন্ত্রের মতো,
করে জায়গা বে-দখল ।

সবার সুখের জন্য না হয়,
সুখ কুড়িয়ে দেব ।
দিনের শেষে জগৎ খুশি,
আমি শূন্য রবো ।

16 August 2019 at 01:30 AM
-- নোট :--
® Rahim Badshah

এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.