Header Ads

হে বিধাতা....


হে বিধাতা...
----রহিম বাদশা

আমি আজি,
তিমির রাত্রিতে,
ভাবিতে মগ্ন ।

হে বিধাতা ! 
তুমি মোর হৃদয় মাঝে,
কী ঢালিয়া দিলা ?

যাহার তারণে আমি,
তোমারি অপূর্ব সৃষ্টির সুপ্ত মনে,
কেবলই আঘাত হানি !

যতোই মোর কাছে টানিয়া লই,
ততোই তাহার আঁখি জলে 
মুখদর্পণ লেপটে যায় বারংবার ।

আমি তাহার ঠোঁটের কোণে,
হাসির বদলে দিয়েছিনু শুধুই,
অধর চুইয়ে পরা নোনা জল ।

তাহার সুখের রাজ্যে, 
আমি ঢালিয়া দিয়াছি,
শুধুই নিলাভ বেদনা ।

তাহার রং বেরংয়ের,
সাজানো গগণ ঢাকিয়া দিয়াছি,
কেবলই ধূসর রংয়ের মেঘে ।

তাহার কাঁদার ন্যায় নরম অন্তরকে,
অভিমানের বর্বরতায় তিলে তিলে,
পাথর করিয়া তুলিয়াছি ।

তাহার আঁখি জলে,
আমি আজি, 
ডুবিয়া রহিয়াছি ।

হে বিধাতা ! 
তুমি মোরে তুলিয়া নাও,
তোমারি নিকটে ।

আর আমায় ধরণীর বুকে, 
ফিরিয়ে দাও,
গগন রূপে ।

যেন আমারি তরে ঝরা আঁখি জল,
বুক চিরিয়া ফেরত পাঠাইতে পারি,
তোমারি  সুখের তরে ধরণীর বুকে ।

আমি আর জল ঝরিতে দিতে নাহি চাই,
এবার হইতে আমিই কেবল জল ঝরাবো,
আর ধূয়ে দেব দুঃখের সকল যন্ত্রণা।

8 January 2015 at 11:18 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.