ভালোবাসি আমি
ভালোবাসি আমি
---রহিম বাদশা
ভালোবাসি আমি গোপনে গোপনে,
ভালোবাসি আমি চোখের পলকে ।
ভালোবাসি আমি খুব অগোচরে,
ভালোবাসি আমি রোদের ঝলকে ।
ভালোবাসি আমি হাসির ফাঁকে,
ভালোবাসি আমি প্রতি নিঃশ্বাসে ।
ভালোবাসি আমি তাঁরা ভরা রাতে,
ভালোবাসি আমি মেঘলা আকাশে ।
ভালোবাসি আমি প্রতি মুহূর্তে,
ভালোবাসি আমি মান-অভিমানে ।
ভালোবাসি আমি রাগের মাঝেও,
ভালোবাসি আমি লাখো অপমানে ।
ভালোবাসি আমি প্রতিটি ছোঁয়ায়,
ভালোবাসি আমি আঘাতে আঘাতে ।
ভালোবাসি আমি দমকা হাওয়ায়,
ভালোবাসি আমি হঠাৎ রাগাতে ।
ভালোবাসি আমি ভেজা কাক হয়ে,
ভালোবাসি দীর্ঘ অপেক্ষাতে ।
ভালোবাসি আমি নিঃসঙ্গ হয়ে,
ভালোবাসি আমি শত যাতনাতে ।
ভালোবাসি আমি বিলীন ছায়াতে,
ভালোবাসি আমি কাছে আরো পেতে ।
ভালোবাসি আমি শত ব্যস্ততায়,
ভালোবাসি আমি দূরে যেতে যেতে ।
ভালোবাসি আমি গভীর ঘুমে,
ভালোবাসি আমি জাগরণেও ।
শেষ নিঃশ্বাসে যাবো ভালোবেসে,
ভালোবাসবো হয়তো মরণেও ।
09 August 2019 at 02:30 AM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments