Header Ads

ধীরে ধীরে প্রেম বদলায়

ধীরে ধীরে প্রেম বদলায়
---- রহিম বাদশা

দিন -ক্ষণ-মাস কিংবা বছর,
ঠিক করে প্রেম হয় না,
প্রেম হঠাৎ করে এসে 
হঠাৎ করেই হয়ে যায় ।

পরিকল্পনা করে কি প্রেম হয় ?
অজস্র ভিড়ের মধ্যে সামান্য ধাক্কা,
অথবা চলতি পথে চলতি কোন বাহনে,
প্রথম চাহনিতেই হয়ে যেতে পারে প্রেম ।

শুরুতে প্রেমের অনেক রং থাকে,
লাল-নীল-গোলাপি-বেগুনি,
কিংবা মাল্টিকালার ।

প্রেমের বিশেষ কালার লাল হলেও,
প্রেমিকা বিশেষে এর কালার কিন্তু অনেক।
ভালোবাসার মানুষকে সব রঙেই ভালবাসতে হয়,
নয়তো ধীরে ধীরে প্রেম বদলে যায় ।

আচ্ছা,
প্রেমের রঙের তো পরিবর্তন হয়, 
কিন্তু রঙের কি বিবর্তন হয় ?

হয়তো হয় ।
সময়ের সাথে সাথে-
প্রেমের রঙ্গও বিলীন হতে থাকে ।

হ্যাঁ ।
ভালোবাসা বদলায়, 
নিউটন কিংবা আইনস্টাইনের সূত্রের মতো, 
ভালোবাসা সব সময় একই সূত্রে থাকে না।

বাস্তবতার জোয়ার-ভাটায়,
কিংবা সময়ের পরিক্রমায়,
ভালোবাসার সূত্রেও পরিবর্তন আসে ।

ব্যক্তি স্বার্থের প্রয়োজনে,
নয়তো দৃষ্টির উচ্চ পরিব্যাপ্তির ফলেও,
প্রেম ধীরে ধীরে বদলায় ।

চাহিদার অনুপাতের সামঞ্জস্যতা না হলেও,
অথবা রুচির পরিবর্তন ঘটলেও,
ধীরে ধীরে প্রেম বদলায় ।

বস্তুত কালভেদে বলা যায়,
বাল্যকাল-যৌবনকাল-প্রাপ্ত বয়সকাল,
যার আমল পরিবর্তন আসে বয়সকালে ।

তেমনি প্রেমেরও স্তর আছে,
প্রেমের আগে-প্রেমের পরে-আর প্রেম থেকে বিয়ের পরে,
বয়স কালের ক্রমানুসারে,
বিয়ের পরে ধীরে ধীরে প্রেম বদলায় ।

হয়তো প্রেমের ধর্মই বদলে যাওয়া,
নয়তো আমরাই জোর করে বদলে যাই,
তবে এটাই চিরন্তন-
ধীরে ধীরে প্রেম বদলায় ।

24 June 2020 at 03:20 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.