অনুভূতি
অনুভূতি
----রহিম বাদশা
যাচ্ছি হেঁটে লেকের পাশে,
খুব বিকেলে ক্লান্তি শেষে ।
ইট-পাথরের সেই বসার পিড়ে
দেখে, ভাবনা এলো তোমায় ঘিরে ।
সেদিনের সেই সকালটা,
পাল্টে দিল বিকেলটা ।
এসেছিলে হঠাৎ করে,
রয়ে গেলে চুপটি করে ।
লাল জামার সেই ছোট্ট বাবু,
দেখেই তুমি হলে কাবু ।
খেলার ছলে দৌড়ানোতে,
হাসতে লাগলে পাগলামোতে ।
ভয়েই তুমি গেলে মরে ,
হঠাৎ আসা সিডর ঝড়ে ।
ঝড়ের টানে উল্টো পানে,
ছুট লাগালে খুব গোপনে ।
আলতো করে জড়িয়ে ধরে,
আগলে রইলে যতন করে ।
অনুভূতির স্বপ্ন ভেঙ্গে,
চাইলে তুমি নতুন ঢঙ্গে ।
নতুন ঢঙ্গের নতুন চাওয়া,
হাতছানি দেয় অন্য পাওয়া ।
তবু তোমায় ছাড়তে হলো,
হৃদয় কুটির খালি হলো ।
আসবে কাছে আবার সাথী ,
সাথে নিয়ে সব অনুভূতি ।
হঠাৎ দমকা হাওয়া এসে ,
মনে করিয়ে দিল-
একাই বসে যাচ্ছি হেসে ।
January 21, 2016 at 12:09 AM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments