তোমরা যাকে প্রেমিক বলো
তোমরা যাকে প্রেমিক বলো
----রহিম বাদশা
তোমারা যাকে প্রেম বলো,
সত্যিই কি সেটা প্রেম ?
নাকি নিছক মৌন বা যৌন বিলাসিতা,
নাকি প্রেম প্রেম খেলা ?
প্রেম হলো এক পবিত্রতা,
কিন্তু প্রেমে কি পবিত্রতা থাকে ?
যদি থাকে তবেইতো তা প্রেম,
নয়তো তা শয়তানের আরাধনা ছাড়া আর কি ?
প্রেম শুধু শরীরের চাহিদা নয়,
লোভ-লালসা বা অন্যের সামনে তুলে ধরা নয় ।
প্রেম হলো ঘন্টার পর ঘন্টা পাশাপাশি বসে থাকার আকাঙ্খা,
একই চেহারা দিনের পর দিন দেখেও দেখা শেষ না হওয়া,
বা হারিয়ে ফেলার ভয়ে কেঁদে ফেলা,
সময় কাটানোর ইচ্ছে নয়,
সারাজীবন এক সাথে থাকার স্বপ্ন দেখা ।
তোমরা যাকে প্রেমিক বলো,
সে কিসের প্রেমিক ?
কথায় কথায় ছুড়ে ফেলা কেউ কি,
প্রেমিক হতে পারে ?
প্রেমিক হবে ভীতু টাইপের কেউ ।
যারা বন্ধন টুটে যাবার ভয়ে,
দুচোখ ভেঙে কাঁদতে পারে,
হারিয়ে ফেলার ভয়ে
প্রেম ও প্রেমিকা দুটোকেই খুব যত্নে আগলে রাখে।
যারা মায়ার টানে সর্বস্ব লুটে না নিয়ে,
নিজেকে উজার করে সমর্পণ করতে পারে ।
প্রেমিক দরিদ্র হলেও মনের দিকে হবে ধনী,
সবার অলক্ষ্যে তার বাহু জোড়া
নরম মাংস খুঁজবে না ।
বরং কন্টক, বিভীষিকা আর ভয় থেকে,
আগলে রাখবে, জড়িয়ে থাকবে চাদর হয়ে ।
শরীর ছুঁতে পারলেই প্রেমিক হওয়া যায় না,
শরীর তো ভিড় বাসে কাপুরুষও ছুঁতে পারে,
কিংবা জোর করে কোন হরণকারী পশু,
প্রেমিক হতে হলে মন দিয়ে মন ছুঁতে হবে ।
তোমরা যাকে প্রেমিক বলো,
সে কি ঠোঙায় করে বৃষ্টি এনে দিতে পারে ?
বা চৈত্রের গরমে শীতলতা,
কিংবা অমাবস্যার রাতে জোছনা ?
প্রেমিক তো সেই যার কাছে,
অসম্ভব বলে কিছু নেই ।
অনেক বায়নায় সন্তানের মুখে
যেমনি বাবার এনে দেয়া হাসি,
আর তেমনি প্রেমিকেরও শত উপায়ে
এনে দেয়া চাই প্রেমিকার মুখে খুুুশি ।
05 June 2020 at 07:00 PM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments