Header Ads

নিশ্চুপ কেন ??


নিশ্চুপ কেন ??
----রহিম বাদশা

হে বিধাতা ! 
জানতে চাই আমি তোমার কাছে,
কেন দিয়েছিলে মোরে ভালোবাসা ?
কেন মোর আঁখিপাতে এঁকে দিয়েছিলে,
নীলরঙা হাজারো স্বপ্ন ?

কেন দুটি বিচ্ছিন্ন দেহের 
দুটি বিচ্ছিন্ন হৃদয় এক করে দিলে ?
কেনই বা বাস্তবতার কঠিন করাঘাতে 
ক্ষত-বিক্ষত করলে দুটি হৃদয় ?

হে বিধাতা !
আজ এ ব্যাকুল হৃদয়ের 
অঝোর কান্না কেউ শোনে না ।
এই ভালোবাসায় আসক্ত হৃদয়ের 
রক্তক্ষরণও কেউ দেখে না ।

হে বিধাতা !
কেন স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেল ?
ভালোবাসা কী পাপ ?
তবে কেন দিয়েছিলে হৃদয় ?
কেন দিয়েছিলে আবেগ ?
কেনই বা দিলে ভালোবাসা ?

হে বিধাতা !
তুমি কী শুনছ না আমায় ?
তুমি কী দেখছ না আমায় ?
নিশ্চুপ কেন? নিশ্চুপ কেন তুমি ? 
জবাব দাও আমায়, 
আজ তুমি নিশ্চুপ কেন...?

March 8, 2014 at 11:24 PM
-- নোট :--
® Rahim Badshah

এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.