বিবেকহীন নগরী
বিবেকহীন নগরী
----রহিম বাদশা
এক বিবেকহীন নগরের বাসিন্দা আমি,
যে শহরে লক্ষ-কোটি প্রাণ আছে ।
আছে নানা প্রজাতির, নানা রঙের প্রাণী,
আছে দুঃখ-বেদনা-হাহাকার-ব্যস্ততা সব,
কিন্তু নেই শুধু বিবেক এ নগরে ।
এ নগরীতে অন্যের পিঠে ছুরি ঢুকিয়ে-
কলিজা বের করে খাওয়া মানুষ রয়েছে ।
রয়েছে অভুক্ত রক্তপিপাসু মানুষ,
যারা মানুষের রক্তে নিজের তৃষ্ণা মেটায় ।
রয়েছে বীরের মতো সাহসী মানুষ,
যারা মানুষের বুকে বসে অনায়াসে গলা কেটে-
দেহ থেকে মাথা আলাদা করে দিতে পারে।
এ নগরীর মানুষগুলো কেবল অর্থের মূল্য বোঝে,
বোঝে না শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা-মমতা ।
অর্থের জন্য তারা মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দিতে পারে,
বাবার কাছ থেকে তার প্রিয়তমা স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারে ।
ভাইয়ে ভাইয়ে লড়াই যুদ্ধ,
কিংবা স্বার্থের জন্য বোনকে করতে পারে গুম ।
তারা মায়ের কিডনি বিক্রি করেও বিলাসিতা করতে দ্বিধা করে না,
কিংবা বাবাকে শূলে চড়িয়ে সৌখিনতার সুধা পান করত কষ্ট হয় না তাদের ।
এই নগরীর স্বামী-স্ত্রী গুলো খুব বেশি আপন হতে পারেনি,
মধুর বন্ধনে আবদ্ধ হয়েও সুখী হতে পারেনি তারা ।
স্বামী গুলো অনায়াশেই তাদের স্ত্রীকে
বাজি রাখতে পারে যে কোন জুয়ার আসরে,
আবার স্ত্রী গুলো স্বামীকে মিথ্যা ভালোবাসার খোলস পরিয়ে,
পাশের বাড়ির কোন চরিত্রহীন পরপুরুষ
কিংবা পুরনো বন্ধুর সাথে মেতে উঠে লীলাখেলায়,
তারা ভালবাসাকে নিলামে তুলতেও একবার ভেবে দেখেনা ।
এ নগরীতে টাকার অভাবে সন্তান জন্ম নেয়-
হাসপাতালের সামনে ধূলোময় রাস্তায় ।
টাকার অভাবে বাঁচার তাগিদে,
বাবা-মা বিক্রি করে দেয় জন্ম দেয়া সন্তানকে ।
টাকার অভাবে রাতের আঁধারে,
কলেজ পড়ুয়া মেয়েটিও করে বেড়ায় দেহ বিক্রি ।
আর অন্য দিকে টাকার স্রোতে ভাসা নেশাগ্রস্থ মানুষ গুলো,
রাতে বাড়ি ফিরে স্ত্রী-কন্যাকে চিনতে পারে না,
কিংবা পশুর মতো ঝাঁপিয়ে পড়ে অন্য কারো
স্ত্রী, সন্তান, মা কিংবা বোনের উপর ।
এ নগরীতে সতীত্বের মূল্যায়ন করা হয় অর্থ দিয়ে,
আবার সেই অর্থ দিয়েই গর্ভপাত করে গর্ভের সন্তানকে-
বের করে ফেলে দেয়া হয় ডাস্টবিনে ।
এ নগরীর অধিকাংশই সুন্দর মুখোশের আড়ালে-
কুৎসিত এক মুখে ঘুরে বেড়াচ্ছে চারদিক ।
সবাই ওৎ পেতে থাকে হিংস্র থাবা নিয়ে,
শান্ত নগরীতে সবাই যেন এক একটি নর-দানব ।
এ নগরীতে পাপের উৎপাদন হয়,
সততার মুখোশ পরে করে বেড়ায় দুর্নীতির ব্যবসা ।
কেউ কেউ ধর্মের পোশাকে নিজেকে জড়িয়ে-
ধর্মের দোহাই দিয়ে করে প্রতারণা,
না খেতে পেরে কেউ মরে গেলেও,
এ নগরীর সুশীলদের কিছু যায় আসে না,
কিংবা মহামারীতেও তারা নিজের আখের গোছাতে ভোলে না ।
বিবেকহীন এ নগরীর মুখে থুতু মেরে,
অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে ।
যেখানে এ শহরের মানুষের মতো মানুষ থাকবে না,
গাছপালা, পাখি, বাতাস কিছুই হবেনা এ শহরের মতো বিষাক্ত,
এমন কোথাও চলে যেতে খুব ইচ্ছে করে ।
যে শহরে হবে ভালোবাসার চাষ,
মানুষের প্রতি মানুষের থাকবে মায়া মমতা,
থাকবে মনুষ্যত্ব, থাকবে বিবেক,
ভোগ আর গ্রাস করা নয়,
বরং থাকবে রক্ষা করার মানসিকতা ।
এমন একটি শহর চাই,
আর সেই শহরেই মরতে চাই,
যেন মরার পরে মৃত দেহ নিয়েও,
ব্যবসা কিংবা হিংস্রতা বা অবহেলার স্বীকার হতে না হয়,
বেঁচে থাকতে যে শান্তি পাই নি,
মরার পর যেন অন্তত সে শান্তি পেতে পারি।
22 June 2020 at 11:40 AM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments