Header Ads

অন্ধকার


অন্ধকার
                ----রহিম বাদশা

অন্ধকারের পথিক আমি
অন্ধকারে রই ।
অন্ধকারে আলো খুঁজি
কিন্তু আলো কই ?

অন্ধকারে উড়াই ঘুড়ি
রাতের আকাশ মাঝে ।
চাঁদের পানে তাঁরার বানে
মেঘের সকল ভাঁজে ।

অন্ধকারে উদাস মনে
একলা ভেবে যাই ।
আসবে তুমি প্রদীপ হয়ে
কিন্তু আসো নাই ।

অন্ধকারে ঝলমলিয়ে
উঠল হৃদয় কম্পনী ।
কী দেখে হায়, কী দেখে হায়
তোমার অপূর্ব সেই মুখখানি ।

অন্ধকারে দেখতে পেলাম
উজ্জল সেই নক্ষত্র ।
আঁধার কেটে আলো হলো
সেরে গেল পোড়া ক্ষত ।

December 23, 2014 at 10:15 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.