তোমায় মনে করে
তোমায় মনে করে
-----রহিম বাদশা
নিউমার্কেট থেকে বেরিয়ে যখন,
বাসের জন্যে দাড়িয়ে ।
বাসের গেটে তোমার পদছায়া দেখে,
কিছুটা গেলাম এগিয়ে ।
যত সিট সব তত ললনা,
কিন্তু তুমি যে নাই ।
না পেয়ে তোমায় লাফ দিয়ে হায়,
৩৬ থেকে নেমে যাই ।
তোমার অন্বেষণে ঘুরে ঘুরে ফিরি,
সাইন্সল্যাব চত্বরে ।
কিন্তু সবই লাগে মনে ধাঁধা,
হাজার নারীর ভিড়ে ।
তোমার গন্ধে ভুল করে চলে,
গেলাম ২৭ নাম্বার ।
হঠাৎ করে কে ভেসে এল চোখে,
ধোঁকা খেলাম আমি আবার ।
কিছু দূর যেয়ে পৌঁছে গেলাম,
শুক্রাবাদের মোড়ে ।
ড্যাফোডিল ছাড়ি কত শত নারী,
তোমায় খুঁজে যাই তার ভিড়ে ।
অবশেষে হায় না পেয়ে তোমায়,
উঠলাম বাসে চেপে ।
উষ্ণ পরশ না পেয়ে তোমার,
যাচ্ছি যে কেপে কেপে ।
নামলাম যখনই বাস থেকে,
তখনই পরল মনে ।
আছো তুমি হায় তোমার কুটিরে,
নীরব অভিমানে ।
27 Dec 2014 at 01:41 PM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments