বসন্ত চলে যায়
বসন্ত চলে যায়
----রহিম বাদশা
সেই ছোট্ট চারাগাছটি,
ধীরে ধীরে বড় হয় সময়ের পরিক্রমায়।
বয়ে যায় ঝড়, ঝঞ্ঝা,জলোচ্ছ্বাস, বন্যা
আর কত কত বসন্ত চলে যায়।
পদদলিত হয়ে কত নুইয়ে পরেছি,
আবারও জেগেছি বাঁচার আশায়।
নব পোশাক আর কুড়িতে সাজবো,
কিন্তু বসন্ত যে চলে যায়।
কত রংধনু কত মেঘলা আকাশ,
কত শিশির বিন্দু প্রতি পাতায় পাতায়।
কত স্বপন বেধেছি যতনে,
কিন্তু বসন্ত চলে যায়।
পাতা ঝরে নতুন অঙ্কুর জন্মে,
নতুন আরও কিছু স্বপ্ন দেখায় ।
অপেক্ষর শেষ না হলেও,
বসন্ত সে তো চলে যায় ।
পাশের চারাগুলো, গাছ থেকে বৃক্ষ হয়ে গেল,
আমি চারা কেবল আছি দাঁড়িয়ে ঠায় ।
সবার বসন্ত পুষ্পিত আর ফলন আনলেও,
আমার বসন্ত যে চলে যায় ।
আবার একদিন বসন্ত আসবে,
পুষ্পে ফুলে ভরবো আমি কানায় কানায় ।
বসন্ত এলেও সঙ্কিত আমি,
বসন্তে না জানি সব কিছু ঝরে যায়।
08 September 2019 at 01:30 AM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments