Header Ads

যাবার বেলা


যাবার বেলা
----রহিম বাদশা

হঠাৎ করেই যদি-
ওপার থেকে ডাক চলে আসে ।
সকল আয়োজন উপেক্ষা করে-
ধরণী ত্যাগ করার তাড়া দেয় খুব করে,
তবে কী ফেরাবে আমায় ?

যাবার বেলা যদি শেষ দেখা না হয়,
যদি নয়নে-নয়নে মিলন না ঘটে,
তবে কী তোমার ঐ চক্ষু জোড়া,
তোমার খোয়াবে চিনবে আমায় ?

যদি যাবার বেলা সুযোগ না পাও,
আমার শেষ কথাটুকু শোনার ।
তবে কী ঘুমের মাঝে ডাক শুনে বুঝবে সে আমি ?
নাকি ভূত ভেবে আঁতকে উঠবে তুমি ?

যাবার বেলা যদি অনেক কষ্ট রেখে যাই ফেলে,
তবে কী যাবার পরে তুমি তা-
খুব যত্ন করে আগলে রাখবে ?
নাকি জঞ্জালের সাথে বিক্রি করে দেবে ?

যাবার বেলা যদি কোন ক্ষুদে বার্তা পৌঁছোয়
তোমার হাতের মুঠোফোনে,
তবে কী তা দেখে ছুটে আসবে ?
নাকি অভিমানে দিন তিনেক পর তা দেখে,
খানিক দু'চোখের জল ফেলবে ?

আমার চলে যাবার পর,
তোমার ঠিকানাটা কী বদলে ফেলবে ?
নাকি ভুল করে হলেও দু-এক বার,
আমার ফেলে যাওয়া ঠিকানায় উঁকি দিবে ?

যাবার বেলায় কী দেবে আমায় ?
জমিয়ে রাখা রাগ, অভিমান আর ঘৃণা ?
নাকি ভিক্ষারির মতোন আজীবন চেয়ে গেছি যা,
সেই এক রত্তি ভালোবাসা ।

যাবার বেলায়ও বলে যাচ্ছি,
চলে গেলেও যাচ্ছি না তোমায় ছেড়ে ।
ভেজা মাটির সাথে দেহটা মিশিয়ে দিয়ে,
আসবো ফিরে ছায়া হয়ে আবার তোমারি পাশে।

10 June 2020 at 9:30 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.