জানি নে তোর
জানি নে তোর
----রহিম বাদশা
জানি নে তোর,
ঐ চোখে তে কি আছে ?
সাদা বিশাল আকাশ মাঝে,
কাজল কালো চাঁদ নাচে ।
জানি নে তোর,
হাসলে কেন ঠোঁট বাকে ?
ঠোঁট বাকে তাই দেখতে যে পাই,
মুক্ত ঝরতে এই ফাঁকে ।
জানি নে তোর,
নোলক টা যে কি বলে ?
মাধুর্য সব আছড়ে পড়ে তোর মুখে,
রাগলে যখন নোলকটা যায় খুব ফুলে ।
জানি নে তোর,
কপল খানি আর কি যে চায় ?
যেথায় গভীর চুম্বনে দেই উষ্ণ পরশ,
ভিষন রাগী সেথায় যখন ভাঁজ পরে যায় ।
জানি নে তোর,
গভীর চুলে কিসের মায়া ?
বাহুডোরে পেলে তোকে সব,
ভুলে যাই লজ্জা সরম সব হায়া ।
জানি নে তোর,
কর্ণ দ্বয়ে কি জাদু ?
উহ্ বলে তুই দিশ বকুনি,
বকুনি নয় লাগে যেন মিষ্টি মধু ।
জানি নে তোর,
পাগল করা মন কি যে চায় ?
কষ্ট চাইলে দিতেও পারিস,
তবু আমি মরব যে তোর ভালোবাসায় ।
Nov 10, 2015 at 1:18 PM
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না । তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো।
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় -
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন"
No comments