Header Ads

একদিন ইচ্ছে করে জ্বর বাঁধাবো


একদিন ইচ্ছে করে জ্বর বাঁধাবো
        ----রহিম বাদশা

বেশ অনেক দিনের ইচ্ছে,
হঠাৎ করেই একদিন অফিস থেকে,
একটু সকাল-সকাল চলে আসবো বাড়ি,
আর সাথে গা ভর্তি করে জ্বর নিয়ে হুরমুর করে ঢুকবো ।

আমায় নিয়ে প্রিয়জনদের ব্যস্ততা বেড়ে যাবে,
চিন্তায় অস্থির হয়ে উঠবে সবাই ।
দুর্মূল্যের বাজারে ফেলে দেওয়া পন্যের দামও
হঠাৎই যেমনি চড়চড় করে বেড়ে উঠে,
তেমনি আমারও মূল্য উর্ধ্বস্তরের শিখরে উঠে যাবে ।

চাদর মুড়ে বিছানায় জড়সড় হয়ে শুয়ে দেখব,
আমায় নিয়ে সকলের ভাবার্থ চেহারা,
একটু পর পর উঁকি দিয়ে এসে ভালোবাসা ছোঁড়ার চেষ্টা,
শীতল হাতে উষ্ণ কপালে মায়ার স্পর্শ করা,
প্রিয়জনদের কষ্টে হয়ে ওঠা সকলের নীলাভ আনন ।

হঠাৎ করেই ভীষন জ্বরে ভুগবো একদিন,
জ্বর নিয়ে বিছানায় শুয়ে শুয়ে
সবাইকে ভাসিয়ে দিব অনিশ্চয়তার স্রোতে ।
আপন লোকদের নিয়ে আসবো,
বৃত্তের কেন্দ্রবিন্দুতে ।

মাথার কাছে প্রিয়জনকে বসিয়ে রাখবো গোটা রাত,
নিভু-নিভু চোখে বলবো, 
ভীষন ভয় লাগছে আমার,
শক্ত করে আমার দুহাত আগলে রাখো ।
মাঝরাতে সারা গা কাপিয়ে আবদার করবো,
জড়িয়ে ধরে একটু উষ্ণতা পাবার,
যা কিনা সমস্ত জ্বর শুষে নেয়ার ক্ষমতা রাখে ।

একদিন ইচ্ছে করেই জ্বর বাঁধাবো,
জ্বরের বাহানায় রাজা হয়ে শোষণ করবো সারা রাজ্য,
পরিমাপের বৃথা চেষ্টায় হিসেব কষবো-
আমার জন্য জমিয়ে রাখা মায়ার পরিমাণ ।

একদিন জোর করেই জ্বর বাঁধাবো গায়ে,
দেখবো হারিয়ে যেতে না দেয়ার জন্য লড়াই,
আতঙ্কিত ছুটোছুটি দেখবো বাড়ি জুড়ে,
সকলের শিরা-উপশিরায় ছড়িয়ে দিব জ্বরের উষ্ণতা ।

একদিন জ্বরের নামে প্রকাশিত হবে,
ভালোবাসার অপ্রকাশিত সকল পর্দা ।
মাঝরাতে জ্বরের অভিনয় করে হলেও শুনব,
না শোনা সমস্ত ভালোবাসার কথা,
আর সে একটি রাত যেন হয়- 
মহাকালের সবচেয়ে দীর্ঘ রাত,
খুব করে চাওয়া সেই রাতটি আসুক ।

07 June 2020 at 11:50 PM
-- নোট :--
® Rahim Badshah
এই লেখার সমস্ত স্বত্বাধিকার © "রহিম বাদশা" এর সংরক্ষিত। এই লেখার কোন অংশই লেখকের অনুমতি ব্যতীত ফটোকপি, রেকর্ডিং, বা অন্যান্য বৈদ্যুতিক বা যান্ত্রিক পদ্ধতি সহ, কোনও আকারে বা কোনও উপায়ে পুনরুতপাদন, বিতরণ বা প্রেরণ করা যাবে না ।  তবে শেয়ার এবং লেখকের ক্রেডিট দেয়ার শর্তে অনুমতি দেয়া হলো। 
অনুমতি অনুরোধের জন্য, লেখকের কাছে চিঠি লিখুন, নীচের ঠিকানায় - 
"মেইল করুন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করুন

No comments

Theme images by borchee. Powered by Blogger.